নুন সাকিনের গুনাহ ও সহি শুদ্ধ উচ্চারণ

কুরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে হলে নুন সাকিনের গুনাহ ভালো করে জেনে নেওয়া জরুরী। 

নুন সাকিনের গুনাহ ও সহি শুদ্ধ উচ্চারণ

নুন সাকিনের গুনাহ ও সহি শুদ্ধ উচ্চারণ

আজকে আমরা নুন সাকিন এবং তানভীন শিখব। এ বিষয়ে আজকে বিস্তারিত জানবো। কারণ কুরআন শুদ্ধভাবে তিলওয়াতের জন্য নুন সাকিন ও তানভীন জানা অত্যন্ত প্রয়োজন।

নূন সাকিন ও তানভীন কাকে বলে

জযম ওয়ালা নূন কে নূন সাকিন বলে। 
দুই যবর দুই যের দুই পেশ কে তানভিন বলে। 

নূন সাকিন অথবা তানভিন কে চার প্রকারে পড়া হয়। 
(১) ইযহার 
(২) ইখফা 
(৩) ইদগম 
(৪) ইক্বলাব 

এখন এই চার প্রকার নুন সাকিন কে কিভাবে পড়তে হয় তা বিস্তারিত জানবো।

(১) ইযহার অর্থ কি? 

ইযহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। 
ইযহারের হরফ কয়টি? ৬টি ء ه ع ح غ خ 

নূন সাকিন অথবা তানভিন এর বামে (অথবা) পরে ইযহারের ৬ হরফের কোনো এক হরফ আসিলে তখন! উত্তরঃ ঐ নূন সাকিন অথবা তানভিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পরিতে হয়। 

এখন 

(২) ইখফা অর্থ কি? 

 নাকের বাশি হইতে লোকায়ত ভাবে পড়া। 
ইখফার হরফ কয়টি? ১৫ টি ت ث ج د ذ ز س ش ص ض ط ظ ف ق ك 

নূন সাকিন অথবা তানভিন এর বামে (অথবা) পরে ইখফার ১৫ হরফের কোনো এক হরফ আসিলে তখন! উত্তরঃ ঐ নূন সাকিন অথবা তানভিনকে নাকের বাশি হইতে লোকায়ত ভাবে পরিতে হয়। 

এখন 

(৩) ইদগম অর্থ কি? 

 ইদগম অর্থ মিলিয়ে পড়া। 
ইদগম এর হরফ কয়টি? ৬ টি ى ر م ل و ن 
আবার 
ইদগম দুই প্রকারঃ (২)

ইদগমে বা গুনাহ ___ইদগমে বা গুনাহ অর্থ কি? গুন্নাহ সহ মিলেয়ে পড়া। 
ইদগমে বেলা গুনাহ ___ইদগমে বেলা গুন্নাহ অর্থ কি? গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়া। 

এখন 
(১)ইদগমে বা গুন্নাহর হরফ কয়টি? ৪ টি ى و م ن 
(২)ইদগমে বেলা গুন্নাহর হরফ কয়টি? ২টি ر ل 

(১)ইদগমে বা গুন্নাহ 

নূন সাকিন অথবা তানভিন এর বামে (অথবা) পরে ইদগমে বা গুন্নাহর ৪ হরফের কোনো এক হরফ আসিলে তখন! উত্তরঃ ঐ নূন সাকিন অথবা তানভিনকে গুন্নাহ সহ মিলেয়ে পরিতে হয়। 

(২)ইদগমে বেলা গুন্নাহ 

নূন সাকিন অথবা তানভিন এর বামে (অথবা) পরে ইদগমে বেলা গুন্নাহর ২ হরফের কোনো এক হরফ আসিলে তখন! উত্তরঃ ঐ নূন সাকিন অথবা তানভিনকে গুন্নাহ ছাড়া মিলিয়ে পরিতে হয়। 

এখন

(৪) ইক্বলাব অর্থ কি? 

 ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া পরিতে হয়। 
ইক্বলাব এর হরফ কয়টি? ১টি ب 

নূন সাকিন অথবা তানভিন এর বামে (অথবা) পরে ইক্বলাবের ১ টি হরফ এক হরফ আসিলে তখন! উত্তরঃ ঐ নূন সাকিন অথবা তানভিনকে গুন্নাহ সহ মিম দ্বারা পরিবর্তন করিয়া পরিতে হয়। 

নুন সাকিন ও তানভীন ভালো করে বুঝতে ভিডিও টি দেখুন



তারপরও যেটা বুঝবেন না ক্লাসে জয়েন করে আমাকে বলবেন 
আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ 
ধন্যবাদ 

হাফেজ রাকিবুল ইসলাম
Previous Post
No Comment
Add Comment
comment url